স্বর্ণালী শারমিন।। খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে নবজাগরণ যুব সংঘের আয়োজনে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার সকালে অন্তাবুনিয়া বাজারের ইউনিয়ন পরিষদের মাঠে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
নবজাগরণ যুব সংঘ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে অন্যায় অত্যাচার, জুলুম,মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায় সাম্য সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে একদল যুবক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওঃ হাজী দীন মোহাম্মাদ, সদস্য আবু মুছা, মামুনুর রহমান, ওয়েজকুরনী, আসাদুজ্জামান প্রমুখ।