ভাই বড় ধন রক্তের বাধন, যদিও পর হয় আর্থিক করন।
কথাটি মিথ্যে প্রমান করলো একদল মানবাধিকার কর্মীরা।
২৯/০৮/২০১৯ ইং রোজ বৃহস্পতিবার মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কামরাঙ্গীরচর থানা শাখা অফিসে (মুক্তিযোদ্ধা আঃরহিম কমান্ডার এর গলি) ঝাউলাহাটি, এলাকায় দুপুর ১২ টার সময় বড় ভাই কতৃক ছোট ভাইয়ের পাওনা টাকার জন্য পুর্বের লিখিত অভিযোগ এর ভিত্তিতে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
সেই অভিযোগের প্রেক্ষিতে
স্হানীয় মানবাধিকার সংস্থার অফিসে উভয় পক্ষের লোকজন ও সালিশ বেঠকের মাধ্যমে বাদী ছোট ভাই মোঃআক্কাস আলী শিকদার এর অভিযোগের বর্ননা শুনেন উপস্থিত লোলজন।জনাব আক্কাস আলী শিকদার তার বড় ভাই মোঃশাহেদ আলীর ব্যবসার পার্টনার ছিলেন এবং কাজের হাজিরা পাওনা সহ তের লক্ষ টাকা পাওনা হন, যখনই বড় ভাইয়ের কাছে পাওনা টাকা চাইতে গেলে নানান টালবাহানা শুরুকরে এক পর্যায়ে ছোট ভাই মোঃ আক্কাস আলী মানবাধিকার সংস্থার শাখা অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন,এরই ধারাবাহিকতায় ন্যায় বিচার প্রত্যাশায় স্থানীয় সালিশ বৈঠকের আয়োজন করে বিষয়টি সমাধান করা হয়। এতে উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কামরাঙ্গীরচর থানা শাখার সভাপতি মোঃ কামরুজ্জামান কাজল, গনমাধ্যম গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃআনোয়ার হোসেন,মোঃকামাল হোসেন,মোঃশরিফ হোসেন,ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।