খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় এক লাখ পাঁচ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন নির্মাণাধীন রাইস সাইলো এবং পঞ্চাশ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমত সম্পন্ন নির্মাণাধীন গমের সাইল পরিদর্শনকালে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে রাইস এবং গমের সাইলো নির্মাণ কাজ শেষ করতে নির্দেশনা দেন। বিগত সরকার একাধিক বার এ প্রকল্পের সময় বৃদ্ধি করার পরও কাজ শেষ না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।
তিনি দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান ধান- চাল ও গমের মজুদ বৃদ্ধি এবং গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। ধান চাল এবং গমের মজুদ বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া।সরকার ইতোমধ্যে ধান- চাল এবং গমের মজুদ বৃদ্ধির লক্ষ্যে ক্রয় কর্যক্রম শুরু করছে মর্মে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন,অভ্যন্তরিণ সংগ্রহের পাশাপাশি একাধিক দেশ থেকে চাল এবং গম সংগ্রহ করা হচ্ছে। আমাদের দেশে গমের চাহিদা কম বেশি ৭০ লাখ মেট্রিক টন।দেশে উৎপাদন হয় কম বেশি ১০ লাখ মেট্রিক টন,বাকি ৬০ লাখ মেট্রিক টন বিদেশ থেকে আমদানি করতে হয়।দেশে খাদ্য মজুদের সক্ষমতা আছে কম বেশি ২২ লাখ মেট্রিক টন।সরকার এটা বৃদ্ধি করে ৩০ লাখ মেট্রিক টনে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। এটা করতে পারলে দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
আশুগঞ্জে নির্মাণাধীন রাইস সাইলো পরিদর্শন কালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, ব্রাক্ষণবাড়িয়া জেলার জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।