দেবহাটা, সাতক্ষীরাঃ দেবহাটায় শ্রেষ্ঠ পিতা ও সন্তানদের সম্মাননা এবং প্রবীন জনগোষ্টীর জীবনমান উন্নয়নে উপকরন বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ও বেসরকারী উন্নয়ন সংস্থা সাসের আয়োজনে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন। প্রধান অতিথি ছিলেন সাসের পরিচালক শেখ ইমান আলী। বিশেষ অতিথি ছিলেন সখিপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও নলতা আহছানিয়া মিশনের সাধারন সম্পাদক আবদুল মজিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন ও সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন। অনুষ্ঠানে প্রবীন জনগোষ্টীর জীবনমান উন্নয়নে ছাতা, লাঠি, হুইল ও কমোড চেয়ার বিতরন করা হয় এবং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ ও নলতা ইউনিয়ন পরিষদের সচিব মহসীন হোসেনসহ কয়েকজনকে শ্রেষ্ঠ পিতা ও সন্তানের সম্মাননা প্রদান করা হয়।