আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন তা নিয়ে মানুষের মধ্যে অনেক কৌতূহল। কিছুদিন আগে জানা গেল তিনি গোপনে দেশ ছেড়েছেন। তবে কোথায় অবস্থান করছেন বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে এবার তার সর্বশেষ অবস্থান জানা গেছে।
সম্প্রতি শীর্ষ এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ওবায়দুল কাদের ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থান করছেন। সেখানে তিনি ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের ফ্ল্যাটে আছেন। খুব শিগগিরই ভারত ছেড়ে সিঙ্গাপুর হয়ে কানাডায় পাড়ি জমাতে পারেন আওয়ামী লীগের এই নেতা।