বান্দরবান প্রতিনিধি।। পার্বত্য লামায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর কেক কেটে উদ্বোধন করা হয়। খেলার প্রথম ম্যাচে আলীকদম একাদশকে তিন এক গোলে হারিয়ে মালুমঘাট একাদশ জয়লাভ করেছে।
রোববার (১৬ফেব্রুয়ারি) বিকেল ৪টায় লামা সরকারি উচ্চ বিদ্যারয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ রেজা।
উদ্বোধনী খেলায় আলীকদম একাদশ ও মালুমঘাট একাদশ অংশগ্রহণ করেছে। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গিত এর মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন হয়।
উদ্বোধনকালে বিএনপি নেতা জাবেদ রেজা দেশনায়ক তারেক রহমান ও বান্দরবান জেলা বিএনপি’র আহ্বায়ক সাচিংপ্রু জেরীর সালাম জানিয়ে বলেন, ‘বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলার চর্চা বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলে যুবসমাজ ধ্বংসের পথে চলে যাওয়ার উপক্রম দেখা দেয়।
খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখাসহ অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। কিশোর তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।
শহীদ জিয়া ও জুলাই-আগস্টের স্মৃতি বুকে ধারণ করে দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে, রাষ্ট্র সংস্কারসহ আমরা দেশবাসী সব সমস্যার সমাধান পেয়ে যাব ইনশাল্লাহ।’
শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা মোঃ আইয়ুব আলী কোম্পানির সভাপতিত্বে ও সদস্যসচিব ইয়াছিন আরফাত বুলবুল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সভাপতি (একাংশ) আঃ রব।
বিএনপি নেতা মোঃ সাইফুদ্দিন, সাইফুল ইসলাম সোহেল, জাকির হোসেন, আবুল হোসেন, শাফায়েত রাসেল, জহিরুল ইসলাম, মোঃ আবুল কালাম প্রমুখ। এছাড়াও জেলা- উপজেলা ও পৌরসভা বিএনপিসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিকেল তিনটার আগে থেকে টুর্নামেন্ট উপভোগ করার জন্য শত শত ফুপবল প্রেমি দর্শক মাঠে হাজির হতে থাকে।
খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা আইয়ুব আলী কোম্পানি জানান, ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে। চুড়ান্ত পর্বে ২৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।’
প্রথম দিন উদ্বোধনী খেলায় আলীকদম একাদশকে ৩-১ গোলে হারি মালুমঘাট একাদশ জিতেছেন।