রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে খাল, জলাশয় পুনরুদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খনন সংক্রান্ত ২য় আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে পারিবারিক সাইকোএডুকেশন সম্পর্কিত সভা অনুষ্ঠিত বাণিজ্য উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মার্কিন সিডিএ রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে পারিবারিক সাইকোএডুকেশন সম্পর্কিত সভা অনুষ্ঠিত বাংলাদেশি হিসেবে নিজেকে পরিচয় দিতে আমি গর্ববোধ করি– পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ঢাকার জলাবদ্ধতা নিরসনে ১৯টি খাল সংস্কারের মহাপরিকল্পনা করা হবে। — পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশের বাস্তব জলবায়ু সহায়তা প্রয়োজন, শুধু ঋণ নয়। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বরগুনার পাথরঘাটায় স্বেচ্ছাসেবী সংগঠন সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন

দীর্ঘ অপেক্ষার পর চালু হলো জাতীয় রাজস্ব বোর্ডের Authorized Economic Operator (AEO) সিস্টেম

  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৩.১৬ পিএম

আলী আহসান রবি।। আমদানি-রপ্তানি ব্যবসাকে আরো সহজ ও ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে আজ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড ব্যবসায়ীগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে Authorized Economic Operator (AEO) সিস্টেমটির শুভ উদ্বোধন করেছে। AEO সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) এর চেয়ারম্যান জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। প্রধান অতিথি লাইসেন্সপ্রাপ্ত ৯টি প্রতিষ্ঠানকে AEO ক্রেস্ট বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: আবদুর রহমান খান, চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড।

Authorized Economic Operator (AEO) প্রতিষ্ঠানসমূহ অটোমেটেড পদ্ধতিতে এসকল প্রতিষ্ঠানের জন্য প্রণীত Standard Operating Procedure (SOP) অনুসরণ করে আমদানিকৃত পণ্য অতি দ্রুত খালাসে এবং রপ্তানী পন্যের শুল্কায়নে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এখন থেকে AEO লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ ২০% পণ্য চালান স্বয়ংক্রিয়ভাবে নিজেরাই শুল্কায়ন (self assessment) করতে পারবেন। এক্ষেত্রে কাস্টমস কর্তৃপক্ষের কোনরুপ হস্তক্ষেপ ছাড়াই AEO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ self assessment এর মাধ্যমে শুল্ক-করাদি পরিশোধ করে সরাসরি জাহাজ থেকে আমদানিকৃত পণ্য নিজেদের গুদামে নিতে পারবেন। এছাড়া, AEO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের পণ্য চালান সমূহের ৫০% এর কম পণ্য ঝুঁকি ব্যবস্থাপনার আওতাধীন থাকবে। এ সকল প্রতিষ্ঠানসমূহ, তাদের যে সকল পণ্যের রাসায়নিক পরীক্ষা প্রয়োজন সেসকল পণ্যের রাসায়নিক পরীক্ষা ছাড়াই সাময়িক শুল্কায়ন করে খালাস করতে পারবেন, অগ্রিম রুলিং এর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং যেক্ষেত্রে ব্যাংক গ্যারান্টির প্রয়োজন হয় সেক্ষেত্রে ৭৫% ব্যাংক গ্যারান্টি এবং ২৫% অঙ্গীকার প্রদানের মাধ্যমে মালামাল খালাসের সুবিধা পাবেন। এর ফলে আইন মান্যকারী করদাতা প্রতিষ্ঠানের সময় ও ব্যয় উভয়ই উল্লেখযোগ্য পরিমানে হ্রাস পাবে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব কাজী মোস্তাফিজুর রহমান, সদস্য (কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আর্ন্তজাতিক বাণিজ্য), জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। AEO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন মিজ রূপালী হক চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং প্রাক্তন প্রেসিডেন্ট, ফেডারেশন অব ইন্টারন্যাশনাল চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এবং জনাব মোহাম্মাদ মেসবাউদ্দিন, পরিচালক, ফেয়ার ইলেক্ট্রোনিক্স লিমিটেড। উন্নয়ন অংশিদারগণের মধ্যে বক্তব্য রাখেন Mr. Hoe Yun Jeong, কান্ট্রি ডিরেক্টর, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যংক এবং Mr. Michael J. Parr, চিফ অব পার্টি, বাংলাদেশ ট্রেড ফেসিলিটেশন প্রজেক্ট। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব জাভেদ আক্তার, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং প্রেসিডেন্ট, ফেডারেশন অব ইন্টারন্যাশনাল চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে Authorized Economic Operator (AEO) এর সনদ প্রদান এবং তা কার্যকর করার মাধ্যমে বাংলাদেশে ট্রেড ফেসিলিটেশনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে মর্মে উল্লেখ করেন। AEO এর যথাযথ প্রয়োগের মাধ্যমে কমপ্লায়েন্ট আমদানি ও রপ্তানীকারকগণ সময় ও খরচ কমানোর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশে AEO চালু করে ব্যবসায়ীগণের দীর্ঘদিনের দাবি পূরণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আমদানিকারক ও রপ্তানিকারকগণ পণ্য চালান আমদানি-রপ্তানির পূর্বেই অফিসে বসে তার আমদানি ও রপ্তানি পণ্যেরে HS Code, Tariff হিসাব, কোন কোন রেগুলেটরী সনদের প্রয়োজন, এরূপ পণ্য আমদানির বা রপ্তানির ক্ষেত্রে কি কি সুবিধা বিদ্যমান এবং বিশেষ কোন শর্ত আছে কিনা তা যেনো সহজে জানতে পারেন, সেলক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক Import-Export Hub নামক পৃথক একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। প্রধান অতিথি একই অনুষ্ঠানে উক্ত অনলাইন পোর্টালটি শুভ উদ্বোধন করেন। উক্ত অনলাইন পোর্টালটি USDA এর অর্থায়নে প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানে Import-Export Hub এর ওপর একটি উপস্থাপনা প্রদান করা হয়। এছাড়া, উক্ত অনুষ্ঠানে Asian Development Bank এর আর্থিক সহায়তায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২৪-২০২৮ সময়কালের জন্য প্রণীত Customs Strategic Plan এর মোড়ক উন্মোচন করা হয়।

উল্লেখ্য যে, আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ, ব্যয় হ্রাসকরণ ও পণ্য খালাস পদ্ধতি সহজীকরণ এবং বৈধ ট্রেডকে সহযোগিতা ও উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক WCO ও WTO এর নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিকভাবে স্বীকৃত কৌশল, পদ্ধতি ও ব্যবস্থাপনার আদলে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ব্যবসা বান্ধব পরিবেশ উন্নয়নের লক্ষ্যে গত ২রা জানুয়ারী, ২০২৫ তারিখে Bangladesh Single Window এর শুভ উদ্বোধন করা হয়-যার মাধ্যমে গত একমাসে ৭টি রেগুলেটরি অথরিটি অনলাইনে ১ লক্ষের বেশি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যু করেছে। BSW, AEO, Import-Export Hub Customs Strategic Plan, 2024-2028 বাস্তবায়নের মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্যে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশা করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর

পুরাতন খবর

SatSunMonTueWedThuFri
22232425262728
       
       
  12345
20212223242526
2728293031  
       
15161718192021
2930     
       
     12
24252627282930
       
2930     
       
    123
       
    123
25262728   
       
     12
31      
   1234
262728    
       
  12345
2728     
       
   1234
       
     12
31      
1234567
891011121314
15161718192021
2930     
       
    123
11121314151617
       
  12345
20212223242526
27282930   
       
      1
2345678
23242526272829
3031     
      1
       
293031    
       
     12
10111213141516
       
  12345
       
2930     
       
    123
18192021222324
25262728293031
       
28293031   
       
      1
16171819202122
30      
   1234
       
14151617181920
282930    
       
     12
31      
     12
3456789
10111213141516
17181920212223
       
© All rights reserved © MKProtidin.Com
Theme Developed BY ThemesBazar.Com