হাফিজুর রহমান শিমুলঃ বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের নির্বাহী প্রধান এনজিও ব্যক্তিত্ব ও আবৃতি শিল্পী মোস্তফা নুরুজ্জামানের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে। আগামির পথ চলা সুখময় হোক এই প্রত্যাশায় (২২ সেপ্টেম্বর) রবিবার বিকেল ৫টায় কালিগঞ্জ সুশীলন আঞ্চলিক কার্যালয়ে সাতক্ষীরা অঞ্চলের কর্মকর্তা-কর্মচারী ও সুশীলন পরিবারের আয়োজনে কেক-কেটে স্মৃতি চারণের মধ্যে দিয়ে এই জন্মদিন পালন করা হয়। কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি বিশিষ্ঠ সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুশীলনের কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুশীলনের প্রতিষ্ঠাতা সদস্য সাইদুর রহমান মিন্টু, সমর কুমার সিংহ, শিক্ষক আবু আব্দুল্লাহ, প্রভাষক শাহারিয়ার খান রিপন, সুশীলন কর্মী নাজিমুদ্দীন প্রমূখ। এসময় বক্তারা বলেন, সুশীলনের প্রতিষ্ঠাতা মোস্তফা নুরুজ্জামান তার মেধা দক্ষতা এবং সৃজনশীলতার দিয়ে তৃনমুল পর্যায় থেকে এনজিও হিসাবে সুশীলনকে সারাদেশে পরিচিতি করেছে। ১৯৯১ সাল থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্নসামাজিক উন্নয়ন, মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, সুপেয় পানি, কৃষি, গ্রামীণ উন্নয়ন ও পরিবেশের বিভিন্ন বিষয়ে কাজ করছে।