শেখ আবু নাছিমঃ নিজ গ্রামে বড়শি দিয়ে ১২ কেজি ওজনের পাঙ্গাশ মাছ ধরলেন মোস্তাফিজ। আরও ৭টা পাঙ্গাশ মাছ ধরা পড়েছে, যার প্রতিটি ৮ থেকে ৯ কেজি ওজনের। এছাড়া একটি রুই মাছও ধরা পড়েছে। যেটার ওজন হবে প্রায় ৫ কেজি।
বর্তমানে ছুটিতে নিজ গ্রামে রয়েছেন মোস্তাফিজ। সেখানে গতকাল দুপুরে মাছ ধরেন মোস্তাফিজ।
এক সময় উৎসুক জনতার সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তালা থানার পুলিশকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়। শুধু তাই নয়, গ্রামবাসী ও ভক্তদের সঙ্গে ছবি তোলা এবং আড্ডা দিয়ে সময় কাটান মোস্তাফিজ।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, থানার সেকেন্ড অফিসার সেকেন্দারের নেতৃত্বে একটি পুলিশ দল।