পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় ভ্রাম্যমান আদালতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ইন্দুরকানী বাজার সংলগ্ন মৃধা বাড়ির সামনে প্রধানসড়কের পশ্চিম পার্শ্বে অবস্থিত মোঃমিজানুর রহমান হাওলাদার ও মোঃআবু হোসেনের স-মিল (করাতকল) প্রত্যেকটিকে ৫ হাজারটাকা এবং সড়কের পূর্ব পার্শ্বের মোঃআলী মমাতুব্বরের ফার্নিচারের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জনসাধারণের ব্যবহার্য জনপথ দখল করে করাত কল ও ফার্নিচার এর দোকান পরিচালনা করার দায়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী দুইটি করাতকল ও একটি ফার্নিচার এর দোকান কে মোট ১২০০০ টাকা জরিমানা করা হয়েছে। লাল পতাকা দিয়ে রাস্তার সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে।
জনগণের ব্যবহার্য রাস্তা ছেড়ে দেয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ। দীর্ঘদিন যাবৎ এ রাস্তা দখল করে কাঠের লগ, গুড়ি, ও অন্যান্য মালামাল রাখায় বাজারে প্রবেশমুখে যানজট সহ জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। জনস্বার্থে সরকারের নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ।
নাছরুল্লাহ আল কাফী,পিরোজপুর প্রতিনিধিঃ