মোঃ এনামুল হক ,সাভার উপজেলা প্রতিনিধি:
সাভারে ঐতিহ্যবাহী রাজাশন প্রিমিয়ার ফুটবল লীগ-২০১৯ এর ১২তম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর শুক্রবার বিকেলে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের রাজাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
রাজাশন প্রিমিয়ার ফুটবল লীগের সভাপতি ও সাভার পৌর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ মিয়া এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও পৌর ছাএলীগের সভাপতি আতাউর রহমান অভির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুরুল আলম রাজিব,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজী আব্দুল গনি,পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান,সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সোহেল রানা, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন,ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৮নং ওয়ার্ড কাউন্সিল হাজী সেলিম মিয়া,সাভার পৌর সভার ৭,৮ এবং ৯ নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর মিসেস শাহিনুর বেগম,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আহাম্মদ পালোয়ান,৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মারফত আলী মাসুদ,সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেনসহ আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।