মোঃ এনামুল হক সাভার উপজেলা প্রতিনিধি: ঢাকা জেলার আশুলিয়ায় র্যাব ১ এর অভিযানে আশুলিয়ায় ভিন্ন পথ অবলম্বন করে মাদক পরিবহনকালে ৫২৩ বোতল ফেন্সিডিল সহ আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।
রবিবার (৩ নভেম্বর) ২০১৯ ইং তারিখ আনুমানিক ২.২০ ঘটিকার সময় র্যাব ১, উত্তরা, ঢাকা এর আভিযানিক দল আশুলিয়া থানাধীন বাইপাইল মোড়ের নাভানা সিএনজি স্টেশনের বিপরীত পার্শ্বে নবীনগর চন্দ্রা মহাসড়কস্থ মায়ের দোয়া স্টোরের সামনে অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের সাথে থাকা মিনিট্রাক থেকে ৫২৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয় বলে র্যাব-১ সূত্রে জানা যায়।
এ ব্যাপারে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব১ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সারোয়ার বিন কাশেম জানান, প্রতিদিন ফল ও পঁচনশীল সবজিবাহী অসংখ্য পরিবহন দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর উদ্দেশ্যে আসার সুবাদে মাদক ব্যবসায়ীরা এই পরিবহণ খাতকে মাদক ব্যাবসার জন্য ব্যবহার করে আসছে। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়ার জন্য এসব পঁচনশীল ও শাক-সবজির আড়ালে মাদক পরিবহন করছে বলে জানা যায়।
গোয়েন্দা সূত্রে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সক্রিয় একটি মাদক ব্যবসায়ী সিন্ডিকেট সনাক্ত করা হয়, যারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান হতে পঁচনশীল ও শাক-সবজির আড়ালে কৌশলে মাদক দ্রব্য রাজধানীতে নিয়ে আসছিল।
তিনি আরও জানান, গোয়েন্দা অনুসন্ধানে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে পেয়ারা বোঝাই একটি মিনি ট্রাকে করে ফেন্সিডিলের বড় একটি চালান রাজধানী ঢাকার উদ্দেশ্যে আসছে। এ প্রেক্ষিতে মাদক ব্যবসায়ী চক্রটিকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং ট্রাকটির গতিবিধি অনুসরণ করে অবস্থান নেয়। এরই ধারাবাহিকতায় মাদক ব্যবসায়ী (১) মোঃ জিয়াউর রহমান (২৮), পিতা- মোঃ সেন্টু মিয়া, সাং- দূর্গাপুর, পোষ্ট- বড়গাছিয়া, থানা- ভোলার হাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, (২) মোঃ হাবিব (২৪), পিতা- মোঃ সাহাব উদ্দিন, সাং- দোসির মানি কাঁঠাল, পোষ্ট-বালুগ্রাম, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ এবং (৩) মোঃ নয়ন আলী (২০), পিতা- মোঃ সেন্টু আলী, সাং- নিমতলা কাঁঠাল, পোষ্ট- বালুগ্রাম, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ দেরকে গ্রেফতার করা হয়। এসময় ধৃত আসামী ও তাদের দখলে থাকা গাড়ি তল্লাশী করে ৫২৩বোতল ফেন্সিডিল, ৩ টি মোবাইল ফোন ও ৮১০ কেজি পেয়ারা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছ বলেও জানান তিনি।