লিয়াকত হোসেন, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।
শুরুতে রামেক সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন এর ফলক উন্মোচন করেন মেয়র খায়রুজ্জামান লিটন। এরপর দোয়া ও মোনাজাত এবং ফিতা কাটেন মেয়র। উদ্বোধন শেষে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের কার্যক্রম পরির্দশন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষা অধ্যাপক ডা. নওশাদ আলী, রাসিকের ৫নং ওয়ার্ড মোঃ কামরুজ্জামান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম মাহবুবুল হক, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাস আলী সরদার, ১৯ নং ওয়ার্র্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, মাননীয় মেয়র‘র একান্ত সচিব মোঃ আলমগীর কবির, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, মনিটরিং কর্মকর্তা সাজ্জাদ আলী প্রমুখ।
রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন জানান, রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে গতিশীল করতে অত্যাধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন কার্যক্রম চালু করা হচ্ছে। এ পর্যন্ত তিনটির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রাজশাহী বিশ^বিদ্যালয়ে একটি চালুর অপেক্ষায় আছে। প্রতিটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নির্মাণ ব্যয় হয়েছে এক কোটি ৬ লাখ টাকা।