তরুণ প্রজন্মের জাগরণ সৃষ্টি করতে এবং বঙ্গবন্ধুর জীবন কাহিনী তরুণ সমাজকে জানাতে চায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শামীম শরীফ. শামীম শরীফ জন্মসূত্রে বাংলাদেশী বর্তমানে আমেরিকা প্রবাসী তিনি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসতেন বঙ্গবন্ধুর আদর্শ মেনে জীবন যাপন করতেন এবং এখনো বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমেরিকাতে বসবাস করতেছেন. শামীম শরীফ মানুষের কল্যাণে প্রতিদিনের সম্পাদক কে বলেন বঙ্গবন্ধুর বিকল্প আর কিছুই হতে পারে না বঙ্গবন্ধু মানেই সোনার বাংলাদেশ. বঙ্গবন্ধু মানেই স্বাধীন বাংলাদেশ. তরুণ প্রজন্মকে জানাতে হবে বঙ্গবন্ধুর আদর্শ. বঙ্গবন্ধু বেঁচে থাকলে এতদিন বাংলাদেশ সোনার বাংলা তে পরিণত হয়ে যেত. তিনি ছিলেন দেশ প্রেমিক, দেশকে ভালোবেসেছেন ,দেশের জন্য জীবন দিয়ে গেছেন ,তিনি কোনদিন তার পরিবারের জন্য চিন্তা করে নাই, নিজের জন্য চিন্তা করে নাই ,শুধু চিন্তা করেছেন বাংলাদেশের জনগণের জন্য. তিনি চেয়েছিলেন বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করতে. শামীম শরীফ বলেন বঙ্গবন্ধুর ছবি আমার চোখে সব সময় ভাসে. তরুণ প্রজন্মকে জানাতে বঙ্গবন্ধুর জীবনী আমি লিখতে চাই. 16 ই ডিসেম্বর আসলে আর চোখে পানি ধরে রাখতে পারিনা, কষ্টে বুকটা ফেটে যায়. বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার বাবার মত রাষ্ট্র পরিচালনা করছেন. আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রী শেখ হাসিনাকে দীর্ঘজীবী করুক. তাহলে বাংলাদেশ সোনার বাংলাদেশ পরিণত হবে ইনশাল্লাহ .জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ,জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার.
**************
কবির নেওয়াজ রাজ
সম্পাদক
মানুষের কল্যাণে প্রতিদিন