মোঃ শাহিন মিয়া :ব্রাহ্মণবাড়িয়া জেলারব নবীনগর প্রেসক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার(২২/১১) প্রেসক্লাব চত্বরে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার পূর্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।
বক্তব্য রাখেন আবু কালাম খন্দকার,আজিজুল ইসলাম বাচ্চু, তাজুল ইসলাম চৌধুরী, আসাদুজ্জামান কল্লোল, আরিফুল ইসলাম মিনাজ,জালাল উদ্দিন মনির, মনিরুল ইসলাম বাবু, গৌরাঙ্গ দেবনাথ, শ্যাম প্রসাদ চক্রবর্তী শ্যামল,সাইদুল আলম সোরাব, প্রভাষক দেলোয়ার হোসেন,মোহাম্মদ কামরুল ইসলাম,
আরো উপস্থিত ছিলেন মোস্তাক আহম্মদ উজ্জ্বল মোঃ দেলোয়ার হোসেন ,মো. সেলিম রেজা, ইব্রাহিম খলিল, মো.গোলাম মোস্তফা, আবদুল হাদি, শাহ্ নুর খান আলমগীর,ডাঃ নজরুল ইসলাম,জহিরুল ইসলাম বুলবুল, মনির হোসেন, শফিকুল ইসলাম বাদল, মিঠু সুত্রধর পলাশ, পিয়াল হাসান রিয়াজ,সাধন সাহা জয়সহ স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠানে প্রেসক্লাবের বর্তমান সভাপতি মাহাবুল আলম লিটনের সভাপতিত্বে আসাদুজ্জামান কল্লোল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলার নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ মাসুম।
নবীনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কল্লোল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তরা বস্তুনিষ্ঠা ও গুনগতমান বৃদ্ধি করে সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন সাংবাদিকরা সমাজের অনিয়ম দুর্নীতি সহ সমাজের উন্নয়ন সহ প্রতিটি ক্ষেত্রে প্রশাসনকে সর্বদা সহযোগিতা করছেন।
তিনি আরো বলেন নবীনগর প্রেসক্লাবের উন্নয়নে ও সাংবাদিকদের সহযোগিতা করার জন্য আমি সর্বদাই চেষ্টা করেছি এবং করবো, তিনি প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম খন্দকার ও বর্তমান সভাপতি মাহাবুব আলম লিটনকে ফুলের তোরা দিয়ে শুভেচছা জানান।
প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম খন্দকার বলেন সাংবাদিকতা সহ প্রতিটি ক্ষেত্রে শিক্ষার কোন বিকল্প নেই তাই উনি নবাগত সাংবাদিকদের সাংবাদিকতার উপর লিখা বই গুলো পরতে পরামর্শ প্রদান করেন।
বক্তব্যে গৌরাঙ্গ দেব নাথ অপু বলেন সাংবাদিকতা একটি মহান ও সম্মানিত পেশা তাই সাংবাদিকদের সংখ্যা বৃদ্ধি নাকরে সংবাদের গুনগত মান বৃদ্ধি করে সকলকে সংবাদ পরিবেশনের পরামর্শ প্রদান করেন।
নবীনগর প্রেসক্লাবের বর্তমান সভাপতি মাহাবুব আলম লিটন তার বক্তব্যে বলেন প্রেসক্লাবটির একটি আধুনিক ও যুগোপযোগী সহ প্রেসক্লাবের উন্নয়নে সকলকে মতানৈক্য ও ভেদাবেদ ভুলে এক সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন।