মোঃ শাহীন মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারের ব্যবসায়ী রুবেল মিয়া গতকাল সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। রুবেল উপজেলার বগডহর গ্রামের জহিরুল হকের পুত্র।
জানা গেছে, নবীনগর পৌর এলাকার টিঅ্যান্ডটি পাড়ার আয়েশা ভবনে গত কয়েকদিন ধরে থাই অ্যালুমিনিয়ামের কাজ করছিল রুবেলের দোকানের কর্মীরা। আজ সকালে কর্মীদের কাজ তদারকি করতে সেখানে যান রুবেল। এ সময় তার হাতে থাকা একটি অ্যালুমিনিয়াম পাইপ অসাবধানবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়ালে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশংকাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমর্কর্তা (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।