হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে রবি/২০১৯-২০ মৌসুমে ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও শীতকালীন মুগ এবং গ্রীস্মকালীন মুগ ও গ্রীস্মকালীন তিল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হল রুমে ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর কালিগঞ্জের আয়োজনে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। বীজ ও সার বিতরন অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সফিউল্লাহ এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজ্জামেল হক রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার কৃষি বান্ধব সরকার। দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে বর্তমান সরকার নিরালশ ভাবে কাজ করে যাচ্ছে। কৃষি এ দেশের অর্থনৈতিক এক অতি গুরুত্বপূর্ণ খাত। কৃষি এ দেশের মানুষের খাদ্য ও পুুষ্টি নিরাপত্তা প্রদানের প্রধানতম উৎস্য। দেশের আর্থ সামাজিক উন্নয়নে কৃষকের ভূমিকা অপরিহার্য। বাংলাদেশের কৃষি ও কৃষক কেবল খাদ্য উৎপাদনেই নয়, পুষ্টি সমস্যা সমাধানে, শিল্পায়নে, রপ্তানি আয় বৃদ্ধিতে, কর্মসংস্থান সৃষ্টিতে এবং সর্বোপরি জাতীয় আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের দেশে উৎপাদিত পণ্যের অধিকাংশই আসে কৃষি থেকে। খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে শিল্পের কাঁচামাল পর্যন্ত সবকিছুর যোগান দেয় কৃষি। তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষি প্রকৃতি নির্ভর। প্রকৃতির সাথে লড়াই করে কৃষকেরা আমাদের খাবারের যোগান দেয়। এক সময় বাংলাদেশ ছিল খাদ্য ঘাটতির দেশ, মঙ্গা কবলিত দেশ। এখন আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি আরো বলেন ঘুর্ণিঝড় বুলবুলে ৩লক্ষাধিক গাছের ক্ষতি হয়েছে। পরিবেশের ভারসম্য রক্ষা করতে কৃষকদেরকে কমপক্ষে ১ ট গাছ লাগানোর আহবান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। উপজেলার ১২ টি ইউনিয়নে থেকে ৫শ ৩০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।