হাফিজুর রহমান শিমুলঃ ‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি’ স্লোগানে যশোরের আর আর এফ ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হলো পিচ্ অ্যাম্বাসেডর রিজিওনাল কনভেনশন ২০১৯। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’র আয়োজিত কনভেনশন উদ্বোধন করেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন আই এফ ই এস’র ফিন্যান্স এন্ড এডমিনেশস্ট্রেশন ম্যানেজার দেওয়ান আবু তাহের। কনভেনশনে বরিশাল ও খুলনা বিভাগের ৭০ জন পিচ্ প্রেসার গ্রুপ সদস্য অংশ নেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’র আঞ্চলিক সমন্বয়কারী মো: খোরশেদ আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মায়মুনা আক্তার রুবি, মেহের আফরোজ মিতা, লায়লা খাতুন, মো: আব্বাস উদ্দীন, শেখ সাইফুল বারী সফু, তহুরা খাতুন, ইফতেখার হোসেন, লায়লা আরজুমান, সুকুমার দাশ বাচ্চু, এস.কে. হাসান, বুলু রায় গাঙ্গুলী, শরীফ শরিফুল হামিদ, জাহাঙ্গীর হোসেন, খলিলুর রহমান, ফারুক খান, মাসুদ করিম, জেমস্ রিপন, মো: হাফিজুর রহমান শিমুল, মো: লোকমান হাকিম, খালেদা ওহাব, তাজনিহার বেগম, আ: রশিদ, মো: মইন তালুকদার, শামীম আজাদ, তুহিন আফসারীসহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘দেশ আমাদের, আমরা শান্তি ও সম্প্রীতির জন্য লড়াই করছি। সংঘাত কখনই শান্তি বয়ে আনতে পারে না। সকল রাজনৈতিক দলকে শান্তি ও সহযোগিতার আদর্শ লালন করতে হবে’। সভায় সভাপত্বি করেন সিরাজুর ইসলাম। অনুষ্ঠানে উপস্থাপনা করেন শরীফ মাহমুদুল হাসান ও ডালিয়া নাসরিন। সমন্বয় করেন মো: গিয়াস উদ্দীন এবং সহযোগিতা করেন অধীশ দাশ, তন্ময় ধর, মো: হেলাল উদ্দীন।