Anowar hossain: হৈ-হুল্লোড়,আড্ডা,বাহারি খাবারের আয়োজনে ফটোসেশান, মনমাতানো গান ও আবৃত্তি পরিবেশন করেছে কেএম হাইস্কুল কতৃপক্ষ।
১ লা ডিসেম্বর ২০১৯ ইং রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় রাজধানীর সন্নিকটে কামরাঙ্গীরচর থানাধীন ঝাউলাহাটি শহিদ কাওসার রোড এলাকায় অবস্থিত কে এম ল্যাবরেটরী হাইস্কুল এক যুগ পূর্তি উপলক্ষ্যে অত্র স্কুলের শিক্ষক- শিক্ষিকা,ছাত্র / ছাত্রী এবং অভিভাবক এর সমন্বয়ে একটি ক্লাস পার্টির আয়োজন করা হয়। উক্ত আয়োজনে নানান রংয়ের বেলুন, ফুল,দিয়ে সকল শ্রেণিকক্ষকে দৃষ্টিনন্দন ও সুসজ্জিত করে এ পার্টির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় মানুষ ৫৫ নং ওয়ার্ডের রুপকার কাউন্সিলর জনাব হাজী নুরে আলম চৌধুরী, ও কামরাঙ্গীর চর থানার ইন্সপেক্টর (তদন্ত) অপারেশন, মোঃ মহিদুল ইসলাম। এবং বিশিষ্ট সমাজ সেবক আমিন একাডেমী স্কুল এর প্রতিষ্ঠাতা হাজী মজিবর রহমান, ও মাদক মুক্ত বাংলাদেশ চাই এর চেয়ারম্যান জনাব রাফিন সাদ বোরহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ লিটন মিয়া, অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম (এম, কম) বলেন আজ মহান বিজয় দিবসের প্রথম দিনে আমরা সবাইকে কে এম স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বলেন ক্লাস পার্টি একটি শিশুদের আনন্দ এবংএই আনন্দের সাথেই আমাদের পথচলা, এই স্কুলের নতুন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কে ফ্রী স্কুল ড্রেস দেওয়া হবে,ছাত্র- ছাত্রী দের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়, ক্লাস চলাকালীন সময়ে প্রতিটি ক্লাস পর্যবেক্ষণ সরুপ সিসি ক্যামেরাদ্বারা মনিটরিং করা হয়,এখানে মানসম্মত লেখাপড়া করা এবং পড়াশোনায় দূর্বল ছাত্র- ছাত্রীদের বিশেষ মনোযোগ দিয়ে পড়ানো হয়,গরীব মেধাবী শিক্ষার্থীদের বিশেষ ছাড় দেওয়া হয়, ক্লাস পার্টির অনুষ্ঠানে বক্তব্যে বিশিষ্টজনেরা বলেন শিশুদের হাতে স্মার্ট ফোন কখনোই দিবেন না,আপনার সন্তানের খোঁজ নিন, মাদকের হাত থেকে রক্ষার জন্য অভিভাবকদের ও দ্বায়িত্ব রয়েছে। যেখানে মাদকের ব্যবহার দেখবেন ৯৯৯ নাম্বারে কল করুন, অনুষ্ঠান শেষে খাবার বিতরণ করা হয়।