মোঃ আকরাম হোসেন : আশুলিয়া থানার ইপিজেড গনকবাড়ি এলাকায় হাসান এ্যাপার্মেন্ট (2) জিয়াড্রাগ হাইসে র্যাবের অভিযানে নির্বাহী ম্যাজিষ্টেট পাঁচলক্ষ টাকা জরিমানা করেছেন বলে যানা যায়।১৯ /১২ /২০১৯ বৃহস্পতিবার র্যাব ফোর এর কমান্ডার শিবলী মোস্তফার নেতৃত্বে বেলা তিনটা থেকে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আনিছুর রহমান র্যাব বাহিনীকে সাথে নিয়ে জিয়াড্রাগ হাউসের অনুমোদন হীন ১৮ টি সরকারি ঔষধ পন্য এবং যৌন উত্যজনাক ডেট এক্সপেয়ার ঔষধ পান। তাছাড়া চিকিৎসকের পরামর্শ ব্যাতীত এসব ঔষধ সেবনে মুহুর্তে মানুষের মৃত ঘটতে পারে বলে মন্তব্য করেন ঔষধ তত্ববধায়ক মোঃ মহিদুল হক। এবং বিভিন্ন অনিয়ম থাকার কারনে দশলক্ষ টাকার ঔষধ জব্দ করেন। নির্বাহী ম্যাজিষ্টেটের সাথে উপস্থিত ছিলেন ঔষধ তত্ববধায়ক মোঃ মহিদুল হক র্যাব বাহিনীর সদস্য বৃন্দ। দোকান মালীক মোঃ এমদাদুল হেসেন পলাশ কে বিভিন্ন প্রশ্ন করা হয় যার কোন সদ উত্তর তাদের নিকট ছিলনা। এসময় দোকান মালীক মোঃ এমদাদুল হোসেন পলাশ কে নগদ পাঁচলক্ষ টাকা জরিমানা করেছেন। র্যাব ফোর এর কমান্ডার শিবলী মোস্তফা বলেন ঔষধের মত পন্যে ভেজাল এবং ডেট এক্সপেয়ার থাকলে জনমানুষের জীবন বিপন্ন হয়। সাধারন ভোক্তারা ভুক্তভোগী হয় এমন ড্রাগহাউস বাংলাদেশের যে প্রান্তে থাক আমাদের অভিযান চলবে আমরা মানুষের জন্য কাজ করে যাবো বাংলাদেশের সকল অপকর্ম অনিয়ম দূর্নিতী বিরুদ্ধে বাংলাদেশ র্যাব বাহিনী শতস্পুত ভাবে কাজ করে যাবে ইনশাআল্লা