হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জের যমুনা নদী পুণঃ খনন ও পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র তৈরীর দাবিতে যমুনা নদীর পাড়ে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার পিরোজপুর যমুনার তীরে উপজেলা নদী রক্ষা কমিটির সহ-সভাপতি আশেক মেহেদীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাঈদ মেহেদী। অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে উপজেলা নদী রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নদী রক্ষা, জলাবদ্ধতা নিরসন, খাস জমি উদ্ধার ও পরিবেশ রক্ষা সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মহাসিন হোসেন বাবলু, সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ এবিএম সেলিম, এ্যাডঃ শেখ শিমুল, এ্যাডঃ মোস্তফা জামান, সধারণ সম্পাদক এ্যাডঃ অসিম কুমার মন্ডল, এ্যাডঃ নূরুল আমীন, এ্যাডঃ সরদার সাইফ, এ্যাডঃ তাহা কামাল, সাংবাদিক আবু সাঈদ, এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পি, এ্যাডঃ কাজী আব্দুল্লা হাবিব, মাসুদ পারভেজ, মানবাধীকার কর্মী সাংবাদিক ইশারত আলী, আতিকুর রহমান প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, কালিগজ্ঞ-শ্যামনগরের উপর দিয়ে প্রবাহিত মাদার নদীর সাথে মিলিত হয়ে সোনাখালি পর্যন্ত বিস্তত। পরে মালঞ্চ নদীর সাথে মিশে গিয়ে সাগরের সাথে যুক্ত হয়েছে। প্রায় ৩২ কিলামিটার দীর্ঘ যমুনা নদীর সাথে ৫০ টির বেশী বিল খালের সংযোগ রয়েছে। মূলতঃ উপকুলীয় ওয়াপদার বাঁধ তৈরী হওয়ার আগ পর্যন্ত এই যমুনা নদীর খরস্রোত প্রবাহমান ছিল। সেই থেকে নদী ও সংযুক্ত খাল সমুহের নাব্যতা স্বাভাবিক, পরিবেশ সহিষ্ণু ও খাদ্য নিরাপত্তা ঝুকিমুক্ত ছিল। আদি যমুনা নদী ঐতিহ্য ও ইতিহাসের পাতায় আজও বিদ্ধমান রয়েছে। বারোভুইয়ার অন্যতম স্বাধীন স্থপতি প্রতাপাদিত্যর রাজধানী ছিল এ যমুনা কুল। প্রবাহমান যমুনাকে বন্ধ খালে পরিনত করে। ইছামতি, দমদম ও বসন্তপুরের মধ্যবর্তী আদি যমুনার দু‘ কিলামিটার পরে নাজিমগঞ্জের পাশ দিয়ে দক্ষিণ মুখো বাঁক নিয়ে শ্যামনগরের উপর দিয় সাগর অভিমুখে ধাবিত হয়েছে। এদিকে নদী রক্ষা, জলাবদ্ধতা নিরসন, খাস জমি উদ্ধার ও পরিবেশ রক্ষা সাতক্ষীরা জেলা কমিটির নেততৃবৃন্দ সন্ধ্যায় কালিগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের সাথ মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উপস্তিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কমিটির সাধারন সম্পাদক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সহ-সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, আশেক মহদী, যুগ সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রেসক্লাবর সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচু, সদস্য আব্দুল করিম মামুন হাসান, সাংবাদিক ইশারাত আলী, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শেখ আতিকুর রহমান প্রমুখ।