হাফিজুর রহমান শিমুলঃ মুজিবর্ষের অঙ্গিকার খামারি আমার অহঙ্কার এ বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ প্রাণি সম্পদ কার্যালয়ের ব্যবস্থাপনায় ভেটেরিনারী টিকাদান ও ডেইরি খামার ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারী সোমবার সকাল ১০টায় কর্মশালার প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকতার্ মোঃ মোজাম্মেল হক রাসেল। উপজেলা প্রানী সম্পদ কর্মখতার্ ডাঃ মনোজিৎ কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মনিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেদেহী। বিশেষ অতিথির জেলা প্রানী সম্পাদক কর্মকর্ম ডাঃ মোঃ শহিদুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। বক্তরা বলেন বর্তমান সরকার শিক্ষিত বেকারদের আয়বর্ধমূলক কাজের জন্য বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করেছে। বাপদাদাদের পেশার পরিবর্তন ঘটিয়ে আধুনিক পেশায় নিজেকে নিয়োজিত করতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে হরে বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে নিজেকে তৈরী করতে হবে। শিক্ষিত বেকার হয়ে বসে না থেকে কারিগরি শিক্ষায় মনোনিবেশ করে কাজের মূল্যায়ক ঘটাতে হবে। হাঁস, মুরগী, ছাগল, গরু , ভেড়ার খামার করার মাধ্যমে বেকারত্ব ঘুচিয়ে নিজে সাবলম্বী হওয়া যায়। কালিগঞ্জ উপজেলায় বর্তমান প্রানী সম্পাদ অফিসের মাধ্যমে গোবিন্দকাটি তে একটি স্মাট প্লোল্ট্রি গড়ে তোলা হয়েছে। আগামীতে ডিম, মাংস মাছের পাশাপাশি ফুলতলা মোড়ে একটি দূধ মার্কেট করা হবে। যেখানে সূলভ মূল্যে সাধারন মানুষ দুধ কিনতে পারবে।