উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধিঃ নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) নির্দেশক্রমে, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত্র ১১০মিনিটের সময় এ এস আই মোঃ জহিরুল ইসলাম, এ এস আই মো: মাহফুজ, কনেষ্টবল, মোঃবাইজিদ,জাকারিয়া, জব্বারসহ নড়াইল ভওয়াখালী গ্রামের আমিন মাওলানার বাড়ির ভাড়াটিয়া মোঃইসমাইল তালুকদার (৪০) পিতা-মৃত আব্দুর রহমান গ্রাম দারিয়াপুর থানা ও জেলা নড়াইল। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান,। বর্তমান ঠিকানা,ভওয়াখালী গ্রামের মোঃ আমিন মাওলানার বাড়িতে ভাড়াটিয়া অবস্থায় ভাড়ার দুটি রুমে তল্লাশি করিয়া ১৩ টি চুরাই স্যালোমেশিন সহ আটক করা হয়। আসামিকে আটক করে ১৩টি চুরাই স্যালোমেশিন সহ নড়াইল থানায় সোপর্দ করা হয়। এ এস আই জহিরুল এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভওয়াখালী গ্রামের আমিন মাওলানার বাড়ির ভাড়াটিয়া ইসমাইল তালুকদারের দুটি রুম তল্লাশি করে ১৩ টি চুরাই স্যালোমেশিন উদ্ধার করি,আসামি ইসমাইল চুরাই স্যালোমেশিন সহ আটকের পরে শিকার করে বিভিন্ন যায়গা হতে ইসমাইল সহ তার সহযোগী”রা স্যালো মেশিন চুরি করে তার ভাড়া বাড়ি রাখতো। এ এস আই জহিরুল আরো জানান, ইসমাইল কে আটক করেছি ইসমাইলের সহযোগীদের আটকের।