হাফিজুর রহমান শিমুলঃ বিরল সন্মানে ভূষিত হলেন সাতক্ষীরার কৃতি সন্তান অতি জনপ্রিয় নেতা এফবিসিসি আই’র সাবেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের সভাপতি, জাতীয় দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস টাইম ও অর্থনীতির পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড.কাজী এরতেজা হাসান জজ। তিনি শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় যশোর বিমান বন্দরে পৌছালে সাংবাদিকসহ বিভিন্ন সসংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর সড়ক পথে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হলে কলারোয়া পৌরসভা মোড়ে, ঝাঁঊডাঙ্গা বাজার মোড়ে, লাবসা বাইপাস সড়ক মোড়ে, বাসষ্ট্যান্ডেসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন শ্লোগানে শ্লোগানে প্রিয় নেতাকে ফুলদিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছাত্রলীগ ও যুবলীগের শতশত নেতাকর্মী তাকে মটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে সাতক্ষীরা নিয়ে আসেন। বেলা সাড়ে ১১ টায় তিনি সাতক্ষীরা সদরের বকচর এলাকায় মসজিদে কুবা’র ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন। এরপরে তিনি সড়ক পথে শ্যামনগরের মুন্সীগঞ্জের উদ্দেশ্যে বিশাল গাড়ী বহরসহ রওনা হন এবং সেখানে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন।