উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধিঃ শ্রীরামকৃঞ্চদেবের ১৮৫তম জন্মতিথি ও বার্ষিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। নড়াইল রামকৃঞ্চ আশ্রম,রামকৃঞ্চ মিশন ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, বিকালে রামকৃঞ্চ আশ্রম ও রামকৃঞ্চ মিশন ক্যাম্পসে সমাপনী দিনে ‘শ্রীরামকৃঞ্চের জীবন ও আর্দশ’ বিষয়বস্তুর ওপর আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী সৌমেন্দ্র সরকার।
এছাড়া আলোচক হিসেবে আরও উপস্থত ছিলেন রামকৃঞ্চ আশ্রম ও মিশনের স্বামী আরাধনানন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রদ্যুৎ ভট্টাচার্য, মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের অধ্যক্ষ তাপসী কাপুড়িয়া, জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, কলকাতার বাগবাজার রামকৃঞ্চ মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী নিত্যমুক্তানন্দজী মাহারাজ।
স্বাগত বক্তব্য দেন রামকৃঞ্চ আশ্রম ও মিশন, নড়াইলের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ।
সন্ধ্যায় ভারতের কলকাতার সংগীত শিল্পী নয়ন রঞ্জন মুখোপাধ্যায় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।