গোপন সংবাদের প্রেক্ষিতে জানা যায় বৈদেশিক মুদ্রা জালিয়াতি প্রতারক চক্র ঢাকা শহরের বিভিন্ন স্থানে নিরীহ ও সহজ সরল মনা মানুষদের বৈদেশিক মুদ্রা বিক্রয় করার কথা বলে প্রতারণা করে তাদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে গাঁ ঢাকা দেওয়ার চেষ্টা করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো-দক্ষিণ) জনাব মোহাম্মদ কামরুজ্জামান এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব জীবন কান্তি সরকারের দিক-নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার রমনা ইউনিট জনাব মোহাম্মদ জহিরুল হক এর নেতৃত্বে অফিসার ও ফোর্স সহ আসামী ১। মো∶ সেনটু মুন্সি (৩৮), পিতা-মৃত আলী আকবর মুন্সি, মাতা-মৃত মাজেদা বেগম, সাং-মুকুন্দপট্টি, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর ও ০২। মো∶ দেলোয়ার মোল্লা (৫০), পিতা-মৃত রওশন মোল্লা, সাং-আইকদিয়া, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জদ্বয়কে গত ০৩-০৩-২০২০ খ্রি: সন্ধ্যা ১৮:২০ ঘটিকায় বনানী থানাধীন মহাখালী কাঁচা বাজারের বিপরীতে রাস্তার উপর হতে গ্রেফতার করা হয়।
সূত্র : বনানী থানার মামলা নং-০৭, তারিখ-০৪/০৩/২০২০ ইং, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি সহ ৪২০/৩৪ পেনাল কোড।