মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
তুই কথা।। মানুষের কল্যাণে প্রতিদিন নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০বছর পূর্তিতে র‌্যালী, গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কেক কেটে ‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং শুরু ইবিতে মেসডার নবীন বরণ প্রবীণ বিদায় অনুষ্ঠিত  সাতক্ষীরা সরকারি কলেজে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জন্মস্থান না’হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি- পারভীন সুলতানা মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা যিনি দিতি নামে বেশি পরিচিত গড়েয়া হাট ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ক্রেষ্ট বিতরণ প্রযুক্তির উন্নয়নের ফলে দুনিয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে হঠাৎ ফাঁকা আরাভ জুয়েলার্স, কাজ শুরু করেছে বাংলাদেশ-ভারত-দুবাই
বৈদেশিক মুদ্রা জালিয়াতি চক্রের ০২ সদস্য গ্রেফতার

বৈদেশিক মুদ্রা জালিয়াতি চক্রের ০২ সদস্য গ্রেফতার

গোপন সংবাদের প্রেক্ষিতে জানা যায় বৈদেশিক মুদ্রা জালিয়াতি প্রতারক চক্র ঢাকা শহরের বিভিন্ন স্থানে নিরীহ ও সহজ সরল মনা মানুষদের বৈদেশিক মুদ্রা বিক্রয় করার কথা বলে প্রতারণা করে তাদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে গাঁ ঢাকা দেওয়ার চেষ্টা করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো-দক্ষিণ) জনাব মোহাম্মদ কামরুজ্জামান এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব জীবন কান্তি সরকারের দিক-নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার রমনা ইউনিট জনাব মোহাম্মদ জহিরুল হক এর নেতৃত্বে অফিসার ও ফোর্স সহ আসামী ১। মো∶ সেনটু মুন্সি (৩৮), পিতা-মৃত আলী আকবর মুন্সি, মাতা-মৃত মাজেদা বেগম, সাং-মুকুন্দপট্টি, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর ও ০২। মো∶ দেলোয়ার মোল্লা (৫০), পিতা-মৃত রওশন মোল্লা, সাং-আইকদিয়া, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জদ্বয়কে গত ০৩-০৩-২০২০ খ্রি: সন্ধ্যা ১৮:২০ ঘটিকায় বনানী থানাধীন মহাখালী কাঁচা বাজারের বিপরীতে রাস্তার উপর হতে গ্রেফতার করা হয়।

সূত্র : বনানী থানার মামলা নং-০৭, তারিখ-০৪/০৩/২০২০ ইং, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি সহ ৪২০/৩৪ পেনাল কোড।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com