মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৪৫ অপরাহ্ন
মোহাম্মদ আল-আমিন, অনলাইন ডেস্ক: জেলা প্রশাসক, এস এম মোস্তফা কামাল এঁর সভাপতিত্বে আজ সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে “উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ ইলতুৎমিশ, উপপরিচালক স্থানীয় সরকার, সাতক্ষীরা, জনাব হুসাইন শওকত। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে মুজিববর্ষে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদমুক্ত সাতক্ষীরা গড়ার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
বাংলাদেশে যেন আর কখনো সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ মাথা তুলে দাড়াতে না পারে সে ব্যাপারে সেমিনারে বক্তারা সম্মিলিত ভাবে দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।