সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে মুজিববর্ষে “বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব-চেতনায় মুজিব হৃদয়ে বাংলাদেশ” এর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, মান্যবর বিভাগীয় কমিশনার, খুলনা। সভাপতিত্ব করেন, জনাব এস এম মোস্তফা কামাল, জেলা প্রশাসক, সাতক্ষীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ মোস্তাফিজ রহমান, পিপিএম (বার), পুলিশ সুপার, সাতক্ষীরা, বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সভাপতি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং অনুষ্ঠানের আহবায়ক, মোঃ বদিউজ্জামান, জেলা প্রশাসক (সার্বিক), সাতক্ষীরা।
প্রধান অতিথির বক্তব্যে মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয় বলেন, কবিতা জীবনের কথা বলে, কবিতা প্রেমের কথা বলে, কবিতা মৃত্যুর কথা বলে, কবিতা ধ্বংসের কথা বলে। মুজিববর্ষে এই কবিতা উৎসব বঙ্গবন্ধুর কথা বলবে, বঙ্গবন্ধুর হাসির কথা বলবে এবং তার পরিবারের কথা বলবে।আর এর মাধ্যমেই কবিতা উৎসবের সার্থকতা ফুটে উঠবে।বঙ্গবন্ধুর চেতনা বুকে ধারণ করার এবং শুনানোর দায়িত্ব আমাদের সবার।
কবিতা উৎসবের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হৃদয়ে ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার আহবান জানান অতিথিবৃন্দ।