উজ্জ্বল রায় জেলা প্রতিনিধিঃ নড়াইলের পল্লীতে কালিয়ায় একখন্ড জমির বিরোধকে কেন্দ্র করে মা ও ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দার নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালের উপজেলার খাশিয়াল ইউনিয়নের পাটনা গ্রামে ওই নির্যাতনের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মা ও ছেলেকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, জেলার পাটনা গ্রামের মেছের খার স্ত্রী আহত নাজমা বেগম (৪২) অভিযোগ করে বলেন, তার স্বামীর সঙ্গে একই গ্রামের মেছেরের ভাই ইব্রাহিম খাঁসহ অন্য ভাইদের পৈত্রিক জমির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার বিকাল ৪ টার দিকে তার দেবর ইব্রাহিমের নেতৃত্বে অন্য দেবররা তাকে ও তার ছেলে মুন্না খাঁকে (২৪) কথা বলার ছলে ডেকে নিয়ে বাড়ির পাশে একটি গাছে বেঁধে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। শুক্রবার রাতেই স্থানীয়রা তাদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নড়াইলের নড়াগাতি থানার ওসি(তদন্ত) মো.রুহুল আমিন বলেন, ‘ওই ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।