মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
তুই কথা।। মানুষের কল্যাণে প্রতিদিন নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০বছর পূর্তিতে র‌্যালী, গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কেক কেটে ‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং শুরু ইবিতে মেসডার নবীন বরণ প্রবীণ বিদায় অনুষ্ঠিত  সাতক্ষীরা সরকারি কলেজে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জন্মস্থান না’হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি- পারভীন সুলতানা মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা যিনি দিতি নামে বেশি পরিচিত গড়েয়া হাট ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ক্রেষ্ট বিতরণ প্রযুক্তির উন্নয়নের ফলে দুনিয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে হঠাৎ ফাঁকা আরাভ জুয়েলার্স, কাজ শুরু করেছে বাংলাদেশ-ভারত-দুবাই
নড়াইলে দোল পূর্ণিমা হোলি উৎসব পালিত

নড়াইলে দোল পূর্ণিমা হোলি উৎসব পালিত

উজ্জ্বল রায় , জেলা প্রতিনিধিঃ নড়াইলে দোল পূর্ণিমা হোলি উৎসব রঙ খেলার দিন।
সোমবার (৯-৩-২০) হোলি উৎসব। কেউ বলেন দোল পূর্ণিমা, আবার  কারোর কাছে ‘দোলযাত্রা’। আসলে দিনটি রঙে রঙে মাতোয়ারা হওয়ার দিন। সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রিয় এই ধর্মীয় উৎসবে মেতে উঠবেন । উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, কেন এই রঙয়ের ছড়াছড়ি ? দোলযাত্রা মূলত হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণবদের বিশ্বাস, এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এ সময় তারা রঙ খেলার আনন্দে মেতে ওঠেন।
উৎসবটি শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে অধিক পরিচিত হলেও ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, উড়িষ্যা এসব স্থানে দোল উৎসব এবং উত্তর, পশ্চিম, মধ্য ভারত ও নেপালে ‘হোলি’ নামে পরিচিত। আবার কোনও-কোনও স্থানে এ উৎসবকে বলা হয় বসন্ত উৎসব।
দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে আজ সোমবার (৯ মার্চ) রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন মন্দিরে পুজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা।
মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দোল উৎসব ও কীর্তনের আয়োজন করা হয়েছে। পূজা ও কীর্তন শুরু হবে সকাল সাড়ে ৮টায়।সারাদেশে সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এ উৎসব চলবে। ধুম পড়বে রঙ খেলার।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com