উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধিঃ নড়াইল পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। (১১ মার্চ) বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নড়াইল সদর পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মেঃ জাহাঙ্গীর বিশ্বাস।বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আসলাম খান লুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,আবু হেনা মোস্তফা কামাল, আব্দুর রশিদ মন্নু, যুবলীগ নেতা গাউছুল আজম মাছুমসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন,পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল বিশ্বাস। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও দেশ ও জাতির উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। নড়াইল পৌর আওয়ামী-লীগে কোন রকম পকেট কমিটি বা ভাই লীগ না ঢোকে এবং দূঃসময়ের যারা দলের জন্য হামলা মামলা খেয়েছেন এবং সেই সমস্ত নেতাদের এখন মূল্যয়ন করা হচ্ছে না, সেই সব ত্যাগী নেতাদের এ পৌর কমিটিতে মূল্যয়ন করা হবে এবং তারাই নেত্রীত্ব দেবেন বলে জানান নেতারা।