মহামারী নোবেল করোনা ভাইরাসের জন্য সব শিক্ষার্থীকে শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়তে হবে বলে বৃহস্পতিবার সিন্ডিকেটের জরুরি সভা শেষে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান জানান।তিনি কবির নেওয়াজ রাজ কে বলেন, “করোনাভাইরাস উদ্ভূত সামগ্রিক বিষয়াবলি বিবেচনা করে ২৮ মার্চের পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।
“যারা এখনও হলে আছে তাদেরকে আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে হল ভ্যাকেন্ট করতে হবে। আমরা সন্ধ্যায় প্রভোস্ট কমিটির মিটিংয়ে আবাসিক হলসমুহের প্রভোস্টদের বিষয়টি জানিয়ে দেব।”
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নভেল করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় করণীয় নির্ধারণসহ সার্বিক বিষয়ে সমন্বয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক শাহরিয়ার নবীকে আহ্বায়ক করে পাচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে সিন্ডিকেট সদস্য অধ্যাপক হুমায়ুন কবির জানান।
এর আগে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি সভা করে ১৮ থেকে ২৮ মার্চ সব ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম চালু ও আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই দিনই সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
এদিকে জরুরি প্রয়োজন ছাড়া বহিরাগতদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার অনুরোধ জানিয়েছেন প্রশাসন।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গুরুত্বপূর্ণ দাপ্তরিক ও বিভিন্ন জরুরি সেবামূলক কাজে সীমিত সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী ব্যতিরেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ বাড়ি/বাসায় অবস্থান করে কাজ করার অনুমতি প্রদান করা হয়েছে।
“তবে যে কোনো বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তি/ব্যক্তিবর্গ কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করবেন