মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে পেঁয়াজের খুচরা ও পাইকারি বাজারে অভিযান চালিয়ে ৪ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ মার্চ) বিকালে উপজেলার আলদী ও দিঘীরপাড় বাজারে নিত্যপণ্য দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে
ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) উছেন মে।
এ সময় ৪০ টাকা কেজি দামের পেঁয়াজ কেজিতে ২০ টাকা বাড়িয়ে ৬০ টাকা দামে বিক্রয় করছিলেন দোকানীরা। এসময় ক্রেতারা অভিযোগ করেন ৬০ টাকা দামে তাঁরা পেঁয়াজ ক্রয় করেছেন। আলদী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সাথে সাথে পেঁয়াজের দাম একলাফে ২০ টাকা কমে ৪০ টাকা দামে বিক্রয় শুরু করেন দোকানীরা।
পাশাপাশি প্লাস্টিকের বস্তায় পেঁয়াজ মজুদ করার দায়ে দিঘীরপাড় বাজারের মেসার্স মল্লিক ট্রেডার্সকে ৭ হাজার টাকা এবং আলদী বাজারের মাদবর স্টোরকে ৪ হাজার টাকা, মিজান স্টোর ও সজীব স্টোরকে ৩ হাজার টাকা করে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে ক্রেতারা জানান,আজ সকালে ও ৬০ টাকা কেজি দামে পেঁয়াজ কিনেছেন তাঁরা।কিন্তু অভিযানের পর এক লাফে ২০ টাকা কমে গেছে। সে সাথে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান নিয়মিত পরিচালনা করার অনুরোধ করেন ক্রেতারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) উছেন মে বলেন,নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।এছাড়া তিনি আরও জানান,
করোনা ভাইরাসের কারণ দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করেছে। তবে,বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান চালানো হবে।