ঢাকা, ২৩ মার্চ ২০২০: মাত্র ছয় দিনেই শতভাগ নিরাময় সম্ভব করোনাভাইরাস! শুনতে অবিশ্বাস্য মনে হলেও তিন দেশের ভিন্ন তিনটি গবেষণায় দাবি করা হয়েছে এমন তথ্য। চীন, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের গবেষকদের ভিন্ন তিনটি গবেষণায় দেখা গেছে, ক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন একসঙ্গে প্রয়োগ করলেই ছয়দিনে মুক্তি মেলে করোনা থেকে। এই ওষুধ ব্যবহারে কিছুক্ষেত্রে তিনদিনেই সুস্থ হয়ে উঠেছেন আক্রান্ত ব্যক্তি। তবে ছয়দিনেই শতভাগ ভাইরাস মুক্ত হয়েছেন আক্রান্ত ব্যক্তি।
বাংলাদেশে করোনা (কোভিড-১৯) এর কারণে সবচেয়ে ঝুঁকির মুখে বলে ঘোষণা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই যখন ক্লোরোকুইন এবং এজিথ্রোমাইসিন একসঙ্গে প্রয়োগ করলেই ছয়দিনেই মুক্তি মেলে করোনা থেকে, এমন তথ্য প্রচারিত হলে ডেলটা ফার্মা লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জাকির হোসেন মহানুভবতার হাত বাড়িয়ে দিলেন। যেহেতু ক্লোরোকুইন বা হাইড্রোক্সিক্লোরোকুইন বাংলাদেশে ব্যবহার এতদিন খুবই সীমিত ছিল, যা শুধুমাত্র রিওমাটয়েড আথ্রাইটি এবং এসএলই তে ব্যবহৃত হত। সীমিত চাহিদার কারণে এর কাঁচামাল এবং তৈরীকৃত ঔষধের মজুদও সীমিত। ডেলটা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক সকল ম্যানেজমেন্ট এর সম্মতিতে মানুষের বিপদে পাশে দাড়াতে, মজুদকৃত সবটুকু কাঁচামাল দিয়ে উৎপাদিত ঔষধ যার বাণিজ্যিক নাম রিউমাফ্লেক্স (হাইড্রোক্সিক্লোরোকুইন) ৩ লাখ ট্যাবলেট তৈরি করেন এবং এজো (এজিথ্রোমাইসিন) ১ লাখ ২০ হাজার ট্যাবলেট ঔষধ শিল্প সমিতির মাধ্যমে ডেলটা ফার্মা লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জাকির হোসেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান এর মাধ্যমে সরকারের কাছে বিনামূল্যে করোনা রোগীদের জন্য হস্তান্তর করেন। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান সারাদেশে সরকারী হাসপাতালগুলোর মাধ্যমে ঔষধগুলো রোগীকে দেওয়ার জন্য আহবান করেন। এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট, ঔষধ শিল্প সমিতি ও ডেলটা ফার্মা লিমিটেড কর্মকর্তাবৃন্দ।