আধুনিক ও আলোকিত আস্কারপুরের অন্যতম রূপকার আলহাজ্জ আলিম বক্স ওয়ার্ছী আমাদের মাঝে আর নেই। আজ দুপুর ১.১৫ মিনিটে সাতক্ষীরার আস্কারপুরের নিজস্ব বাসভবনে তিনি ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি ছিলেন সাধক পুরুষ। সন্তান-আত্মীয়-পরিজনের বাইরে তিনি অসংখ্য ভক্ত অনুরাগী রেখে গেছেন।
তিনি প্রায় চার দশক আগে আস্কারপুরে কেন্দ্রীয় আলিমিয়া কল্যাণ সংস্থা প্রতিষ্ঠা করেন, যার প্রায় অর্ধশতাধিক শাখা দেশের বিভিন্ন জায়গায় স্থাপিত হয়েছে। আলিম বক্স ওয়ার্ছি আহ্ছানিয়া মিশনের অনুরাগী ছিলেন। আস্কারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আস্কারপুর ডাকঘর, আস্কারপুর হেলথ কমিউনিটি সেন্টার, আলিমিয়া হোমিও সেন্টার, ফোরকানিয়া মাদ্রাসা তাঁর জায়গায় এবং পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত। অবহেলিত আস্কারপুরে টেলিফোন লাইন, বিদ্যুৎ লাইন, গ্রামের সর্বত্র এলজিইডির পাকা রাস্তা সব তাঁরই অবদান। আস্কারপুরের অসংখ্য মেধাবী শিক্ষার্থীকে তিনি উচ্চ শিক্ষার জন্য আর্থিক সাহায্য করেছেন। গ্রামের রাস্তা সংলগ্ন অসংখ্য পুকুরে নিজের টাকায় পাকা ঘাট বানিয়ে দিয়েছেন। তিনি আস্কারপুরে সুদৃশ্য আলিমিয়া শাহী জামে মসজিদ নির্মাণ করেছেন। প্রতিষ্ঠা করেছেন তিনটি রেস্টহাউস।
অত্যন্ত মানবপ্রেমিক মানুষ ছিলেন তিনি। প্রায় কুড়িটির মতো মৌলিক গ্রন্থের রচয়িতা তিনি। গ্রন্থগুলো আধ্যাত্মিক ভাবনার প্রকাশ।
তাঁর মৃত্যুতে আস্কারপুরবাসী গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যু আস্কারপুরবাসীর জন্য অপূরণীয় ক্ষতি। জান্নাতের উচ্চতর মাকামে আল্লাহর পরম পরশে তাঁর স্থান হোক। আমীন।