মাননীয় ডিসি মহোদয়,
সাতক্ষীরা জেলা,
সাতক্ষীরা।
মহোদয়,
সালাম ও শুভেচ্ছা জানবেন। করোনা ভাইরাসের কারনে দেশের সংকটময় মুহূত্বে আপনার ও আপনার সকল ইউএনও মহোদয়ের কার্যক্রম খুবই প্রশংসনীয়। আশা করি আমরা করোনা ভাইরাসকে নিয়ন্ত্রন করতে পারবো ইনশাঃ। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, রেডিও নলতা তাদের প্রত্যাহিক কার্যক্রমের পাশাপাশি প্রচার প্রচারণায় বিভিন্ন বিষয় সংযুক্ত করেছে। আজ মাইকিং নতুন করে সংযুক্ত হলো। আমি একজন দায়িত্ববান নাগরিক হিসাবে আপনার কার্যক্রমে একটা বিষয় সংযুক্ত করার অনুরোধ করছি। যেহেতু প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন আছে সেখান বড় গাড়িতে যন্ত্রদিয়ে স্প্রে করার ব্যবস্থা আছে। আপনি যদি এই সমস্ত স্টেশনকে নির্দেশনা প্রদান করেন যে জনগনের চলাচলের রাস্তায় বাজার-ঘাট, বাসস্টান্ডসহ বিভিন্ন স্থানে ব্লিসিং, ডিটারজেন, ডেটল, সোডার পানি, সাবানের পানি স্প্রে করার জন্য। এটা করলে আক্রান্ত মানুষের কফ, থুথু হাচি, কাশি থেকে উড়ে এসে বা মুখ থেকে ছিটকে পড়া করোনা ভাইরাস কণা ধ্বংস করা সম্ভব হবে।
আশা করি আপনি অতিদ্রুত এই বিষয়ে কার্যকারী পদক্ষেপ নিবেন। আপনার মঙ্গল কামনায়।
সেলিম শাহারীয়ার
স্টেশন ম্যানেজার
রেডিও নলতা
01511611188
selimsharier@gmail.com