মোঃ মনির হোসেন শাহীন:করোনা ভাইরাসের কারণে আজ মঙ্গলবার নবীনগর থেকে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ হওয়ায় কাল বুধবার থেকে অনিদিষ্টকালের জন্য সকল প্রকার সংবাদ পত্র সরবরাহ বন্ধ করে দিয়েছেন নবীনগর সংবাদপত্রের এজেন্ট।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনা ভারইরাসের কারণে আজ মঙ্গলবার নবীনগর টু ভৈরব, নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর টু নরসিংদী রুটে সকল প্রকার লঞ্চ বন্ধ করে দিয়েছে লঞ্চ কতৃপক্ষ। সীমিত আকারে নৌ রুটে নৌকা চলাচল করলেও তারা নবীনগর থেকে ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী যাচ্ছে না। প্রতিদিন এই তিনটি রুটে ৩৫-৪০ টি লঞ্চ চলাচল করে থাকে।
এ ব্যাপারে শরীফ লঞ্চের মালিক সিরাজ মিয়া বলেন, প্রতিদিন তিন রুটে ৩৫-৪০টি লঞ্চ চলাচল করে। করোনা ভাইরাসের কারণে আমারা আজ মঙ্গলবার থেকে অনিষ্টিকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ রেখেছি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার তিন রুটে লঞ্চ চলাচল শুরু হবে।
লঞ্চঘাটের সুপার ভাইজার রফিকুল ইসলাম বলেন, করোনা যাতে মহামারি আকার ধারণ করতে না পারে সে জন্য সরকারের সিদ্ধান্তকে স্বাগতম জানিয়ে আজ থেকে লঞ্চ চলাচল বন্ধ রেখেছি। স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চালু হবে।
এ ব্যাপারে সংবাদপত্রের এজেন্ট লোকমান হেকিম চৌধুরী বলেন, করোনা ভাইরাসের কারণে সব রুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ হওয়ার কারণে বুধবার থেকে সকল প্রকার সংবাদ পত্র সরবরাহ অনিদিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।