উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে তিনটি গাঁজার গাছ সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে থানা পুলিশ। এস আই মিলটন কুমার দেবদাস (রোববার রাত ১:০০ ঘটিকার সময় অর্থাত (৩০মার্চ) এস আই মিলটন কুমার দেবদাস এর নেত্রীত্বে গোপন সংবাদের ভিত্তিতে, এস আই আতিকুজ্জামান, এস আই মাহফুজুল, এ এস আই তুহিন, এ এস আই কবীরসহ, লুটিয়া গ্রামে রাজীব ঘোষের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিনটি গাঁজার গাছসহ রাজীব ঘোষ নামের এক যুবক কে আটক করা হয়। মিলটন কুমার এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, আসামী রাজীব ঘোষ (৩৫), পিং-ঝগড়ু ঘোষ ওরফে (রিশীকেশ ঘোষ) থানা লোহাগড়া, জেলা নড়াইল কে গ্রেফতার করে থানায় নেয়া হয়। রাজিব ঘোষের বিরুদ্ধে নড়াইলের লোহাগড়া থানায় আগে দুইটি মাদক মামলা রয়েছে। এই আই মিলটন বাদী হয়ে লোহাগড়া থানায় রাজীব ঘোষের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে তাকে আদালতে প্রেরন করা হয়েছে। রাজীব ঘোষ দির্ঘদিন ধরে গ্রামে মাদক ব্যবসা করে আসছে, রাজীব একজন পেশাদার মাদক ব্যবসায়ী, বলে জানান স্থানীয় গ্রামবাসী।