হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ২৭ জন হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার( ১লা এপ্রিল) বেলা সাড়ে ১২টায় কালীগঞ্জ থানা চত্বরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এর সার্বিক সহায়তায় ও কালিগঞ্জ থানা পুলিশের ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ, হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, সোয়াবিন তৈল, আলু, পেঁয়াজ, লবণ ও সাবান (১ টি প্যাকেজ) প্রদান করা হয়। আনুষ্ঠানিকভাবে প্যাকেজের সামগ্রী তুলে দেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম জামি, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, থানার ওসি (তদন্ত) মোঃ আজিজুর রহমান সহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। নিম্ন আয়ের সাধারণ মানুষেরা খাদ্য সামগ্রী পাওয়ায় ব্যাপক খুশি হয়েছে। করোনা ভাইরাসের কারণে পুলিশ প্রশাসনের আহবানে সাঁড়া দিয়ে নিম্নআয়ের সাধারণ মানুষেরা বাড়িতে আছেন। তারা নিত্য কাজের বিনিময়ে সংসার নির্বাহ করত। কিন্তু বর্তমানে আয় করতে না পেরে কষ্টে থাকবে তা হতে দেওয়া হবে না। তাদের কষ্টের কথা চিন্তা করে তাদের কল্যানে পুলিশ প্রশাসনের উদ্যোগে এই খাদ্য সহায়তা দেওয়া হয়েছে বলে অফিসার ইনচার্জ এ প্রতিনিধিকে জানান।