- সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের ত্রাণ তহবিলে মাহমুদুল আলম বিবিসির পক্ষ থেকে আটশত কেজি চাউল প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকালে কালিগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে সংযুক্ত আরব আমিরাত জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল আলম বিবিসির পক্ষে চাউল প্রদান করেন মীর সুমন। এই বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন করোনা ভাইরাসের সংক্রামনের রোধে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বকে ইতিমধ্যে লক ডাউন করা হয়েছে। আর এই পরিস্থিতিতে আমাদের দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানবেতর জীবণযাপন করছে। প্রবাসে বসবাসকারী এই ব্যক্তি যেভাবে দেশের দূর্যোগের দিনে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন তা প্রশংসার দাবি রাখে। সবার যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আমরা তার চিন্তাকে সাদুবাদ জানাই। দুবাই থেকে মাহমুদুল আলম বিবিসি বলেন আমি আমার জায়গা থেকে এগিয়ে এসছি। আমি আমাদের দেশের সকল ব্যবসায়ী ও বিত্তবান মানুষদের অনুরোধ করব তারাও যেন দেশের এই বিপদের দিনে এগিয়ে আসে। সাতক্ষীরা জেলা পুলিশ আমদের আস্থার প্রতিক, তারা যদি পুলিশের ত্রাণ তহবিলে তাদের খাদ্য সামগ্রী প্রদান করে তবে তার সুষ্ঠু বণ্টন হবে। এই সময় আরও উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, নলতা ইউনিয়ান ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন ও ভাড়াসিমলা ইউনিয়ান ছাত্রলীগের সভাপতি সাওস গাজী সহ আরও অনেকে।