স্টাফ রিপোর্টারঃ
করোনা ভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বেশ কিছু দিন ধরে লকডাইন অবস্থায় আছে। যার কারণে যাবতীয় কল কারখানা ইটভাটা বন্ধ। এ সব জায়গায় কাজ করা বহু শ্রমিক বেকার হয়ে যাওয়ায় তাদের নিজ জেলায় ফিরে আসার চেষ্টা করছে।
গত তিন দিনে সাতক্ষীরা জেলায় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক মালবহী ট্রাক আথবা পরিবহনে চোরাই ভাবে ঢোকার চেষ্টা করে। যারা চোরাই ভাবে আসছে তাদের ১৪ দিন বাধ্যতা মূলক কোয়ারেন্টিনের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে দেবহাটা উপজেলায় যারা হোম কোয়ারেন্টিন মানবে না তাদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।
দেবহাটার খান বাহাদুর আহছানউল্লা কলেজ এর রোভার গ্রুপ কলেজ এ ৩৩ টি বেড প্রস্তুত করেছেন।সাতক্ষীরা জেলার বাহির হইতে আগত দেবহাটা উপজেলার বাসিন্দাদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন এ রাখতে দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজ এর রোভার গ্রুপ কলেজ এ ৩৩ টি বেড প্রস্তুত করে রেখেছে।