মাননীয় প্রধানমন্ত্রী, নভেল করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে চলছে ‘লকডাউন’। কঠিন এমন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্রদের জন্য ১০ টাকা কেজিতে চাল বিক্রি করছে খাদ্য অধিদপ্তর।
মাননীয় প্রধানমন্ত্রী, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অর্থনৈতিকভাবে ঝুঁকির মধ্যে পড়া জনগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে সেনাবাহিনীর হাতে ত্রাণ বিতরণ করতে দিন।
মানবতার জননী প্রধানমন্ত্রী করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের মধ্যে ত্রাণ বিতরণে বিভিন্ন অনিয়মের খবর গণমাধ্যমে এসেছে। অনেক জনপ্রতিনিধি ত্রাণের চালসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়েছেন। ত্রাণ বিতরণে এই যে অনিয়ম-অরাজকতা চলছে, এতে অর্থনৈতিকভাবে সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা জনগণ যেমন বঞ্চিত হচ্ছে তেমিন সরকারের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা.. নানা দুর্যোগে সেনাবাহিনী সাফল্যের সাথে সরকারকে সহায়তা এবং জনসাধারণের আস্থা অর্জন করেছে তাই“বর্তমান পরিস্থিতিতে ত্রাণ বিতরণে বিভিন্ন অনিয়ম, সমন্বয়হীনতা, জনপ্রতিনিধি, ডিলারদের চাল চুরি, মজুদের চিত্র গণমাধ্যমে উঠে এসেছে। এ পর্যায়ে একমাত্র সেনাবাহিনীর মাধ্যমে এই ত্রাণ সরবরাহ ও বিতরণের কাজ যথাযথভাবে পরিচালনা সম্ভব। তাই জনমনের আতঙ্ক, অনিশ্চয়তা দূর করতে ও অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর তালিকা তৈরি করে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ সরবরাহ ও বিতরণের ব্যবস্থা করুন।
ডাক্তার, পুলিশ, সাংবাদিক তারাও মাঠে কাজ করে যাচ্ছে তাই তাদের পরিবারের দিকে একটু সুনজর দিন এবং সাংবাদিকদের রেশনের ব্যবস্থা করার জন্য অনুরোধ রইল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আপনি যে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন তাতে বাংলাদেশের ১৮ কোটি মানুষ ধন্য। অনেকে বঙ্গবন্ধুকে দেখিনাই কিন্তু বঙ্গবন্ধুর কন্যা সফল রাষ্ট্রনায়ক মানবতার জননী শেখ হাসিনাকে পেয়ে বাংলাদেশের নতুন প্রজন্ম গর্বিত ও আনন্দিত।
মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়-
মোঃ কবির নেওয়াজ রাজ,
সম্পাদক, মানুষের কল্যাণে প্রতিদিন,
কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)