আজ সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদ সভাকক্ষে “দেবহাটা উপজেলার করোনা প্রতিরোধে ত্রাণ, স্বাস্থ্যসেবা এবং সামাজিক দূরত্ব বিষয়ক” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক, এস এম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় করোনা প্রতিরোধে সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ব্যক্তি পর্যায়ে ত্রাণ বিতরণের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সমন্বয় করে ত্রাণ বিতরণের কথা বলেন জেলা প্রশাসক এবং সরকারি ত্রাণ বিতরণে কোন অনিয়ম, দুর্নীতি সহ্য করা হবে না বলে সবাইকে হুসিয়ার করেন।
উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে সে ব্যাপারে জেলা প্রশাসক সবাইকে সতর্ক থাকতে বলেন।
অর্থনীতিকে সচল রাখার জন্য জমি চাষ করা, ফসল কাটা এবং বাজারজাত করার উপর গুরুত্বারোপ করেন, জেলা প্রশাসক।