সিরাজগঞ্জে দুই হাজার কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে চৌহালীত উপজেলার জোতপাড়া বাজারের একটি দোকান ও খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলামের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।
প্রশাসন, খাদ্য বিভাগ ও পুলিশের যৌথ এ অভিযানে আবুবক্কর নামে এক চাল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
চৌহালী থানার ওসি রাশেদুল হাসান বিশ্বাস জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য নিয়ন্ত্রণ অফিসারের নেতৃত্বে জোতপাড়া বাজারে অভিযান চালিয়ে চাল ব্যবসায়ী আবু বক্করের দোকান থেকে ১৫শ কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় আবুবক্করকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়৷
দেওয়া তথ্যে খাস কাউলিয়া দক্ষিণপাড়া এলাকায় ইউপি সদস্য রফিকুল ইসলামের বাড়ি থেকে আরও ৫০০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।”
রফিকুল খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য। চাল উদ্ধারের সময় তাকে বাড়ি পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।