মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৭:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
প্রিমিয়ার লিগে বিজয়ের সেঞ্চুরি

প্রিমিয়ার লিগে বিজয়ের সেঞ্চুরি

রাজধানী সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি করেছেন আবাহনীর হয়ে  বিজয়।ঢাকা লিগের শুরু থেকে নিয়মিতই রান পাচ্ছেন বিজয়। প্রথম ম্যাচে ৮৬ রানে অপরাজিত ছিলেন দল আগেই জিতে যাওয়ায়। পরের দুই ম্যাচে অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি, করেন ১৭ ও ৪১ রান। সবশেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৭৭ রান করে আউট হয়ে গিয়েছিলেন। আজ আরেকবার পঞ্চাশ পেরিয়ে সেটিকে ঠিকই তিন অঙ্কে রূপ দিলেন বিজয়।টস জিতে ব্যাট করতে নেমে আবাহনীর শুরুটা যদিও খুবই বাজে হয়েছিল। ৪৩ রানে ৩ ও ৭৮ রানে হারায় ৪ উইকেট। তখনো এক প্রান্ত আগলে রেখেছিলেন বিজয়। পঞ্চম উইকেটে তিনি মোসাদ্দেক হোসেনের সঙ্গে বড় জুটি গড়ে দলকে টেনে তোলেন। সেই সঙ্গে তুলে নেন লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের অষ্টম সেঞ্চুরি।ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com