রেজাউল ইসলাম:পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার প্রথম করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে আজ শনিবার বাড়ি ফিরে যান।
উল্লেখ্য যে, মঠবাড়িয়া উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয় ১০ এপ্রিল শুক্রবার। নারায়ণগঞ্জ থেকে মঠবাড়িয়ার পাতাকাটা গ্রামে আসা আবু ইউসুফের পুত্র আবু হানিফ(৩০) এর করোনা টেস্ট পজিটিভ হলে তাকে সেই সময় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়।
১৪ দিন পর সম্পূর্ণ সুস্থ থাকায় আজ তাকে নিজ গৃহে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামের কোভিড-১৯ সংক্রমন রোগে আক্রান্ত রোগীর ১১/০৪/২০২০ তারিখের নমুনার ফলাফল পজেটিভ আসে।
পরবর্তীতে ১৬/০৪/২০২০ ও ২৩/০৪/২০২০ ইং তারিখের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাকে অদ্য ২৫/০৪/২০২০ইং তারিখে অত্র মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র প্রদান করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থাকার জন্য পরামর্শ প্রদান করেন। এবং স্থানীয় অন্যান্য সকল ব্যক্তিদের তাহার এই কোয়ারেন্টাইন পালনে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।