নিউজ ডেস্কঃ
এবার পাড়া-মহল্লার আড্ডাবাজসহ বাজার মনিটরিং করতে দেবহাটার আকাশে ড্রোন উড়িয়ে দিল পুলিশ। দেশব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ কমাতে দিন রাত কাজ করে যাচ্ছে পুলিশ।
দেবহাটাতে পুলিশের সীমাহীন পরিশ্রমের ফলে নিয়ম মেনে চলছে প্রায় সকল শ্রেণীর মানুষ। কিন্তু নিয়ম মানছেনা কিছু বখাটে। তাদেরকে ধরতে, বাজার মনিটরিংসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেবহাটা থানা পুলিশ উন্নত প্রযুক্তির ড্রোন ক্যামেরা উড়িয়ে দিল আকাশে।
রবিবার সকাল ১১ টায় সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশনায়, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলহাজ্ব শেখ ইয়াছিন আলীর নেতৃত্বে দেবহাটা থানা চত্বর থেকে ড্রোন ক্যামেরা উড়িয়ে ঈদগাহ বাজার, সখিপুর মোড়, পারুলিয়া বাজার এবং পশুহাট এলাকায় প্রাথমিক ভাবে ড্রোন ক্যামেরার ব্যাবহার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, সার্কেল অফিসের পুলিশ ইন্সপেক্টর শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, ড্রোন অপারেটর সাকিব জামান সহ থানা পুলিশের সকল সদস্যরা।
দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলহাজ্ব শেখ ইয়াছিন আলী বলেন, ড্রোন ক্যামেরার ব্যাবহারের ফলে যারা সরকারের নির্দেশ অমান্য করে অকারনে বাইরে ঘোরাঘুরি করবে, ভিতর রাস্তাগুলোতে চায়ের আড্ডা বসানো সহ বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত হবে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।