অনলাইন ডেস্কঃ
চলমান করোনাযুদ্ধের এক সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য সহকারী উপপরিদর্শক (এএসআই) শ্রী রঘুনাথ রায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবাণীতে আইজিপি বলেন, “দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার প্রথম দিন থেকেই বাংলাদেশ পুলিশ করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা হিসেবে জনগণের পাশে থেকে নিরলস কাজ করছে। করোনা প্রতিরোধে জনগণকে সেবা দিতে গিয়ে আজ জীবন দিলেন বীর পুলিশ সদস্য শ্রী রঘুনাথ রায়। তিনি দেশ ও জনগণের কল্যাণে জীবন দিয়ে জনসেবা এবং ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আমি এ গর্বিত পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জানাই।”
আইজিপি রঘুনাথ রায়’র শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। তাদেরকে সান্ত্বনা দিয়ে তিনি বলেন,বাংলাদেশ পুলিশ আপনাদের পাশে রয়েছে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি আরও বলেন, “প্রিয় সহকর্মীকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে আমরা দেশ ও জনগণের সেবায় অবিচল থাকবো, দৃঢ় মনোবলের সাথে এগিয়ে যাবো।”
আইজিপি করোনাক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সেবাযত্নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।
করোনাযুদ্ধে জীবন উৎসর্গকারী এএসআই শ্রী রঘুনাথ রায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি আজ বুধবার (০৬ মে ২০২০ খ্রি.) সকাল ০৮ টা ২০ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।