সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএ (বার) এঁর পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানা, সদর পুলিশ ফাঁড়ি, কাটিয়া ফাঁড়ি, ইটাগাছা ফাঁড়ি ও ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যদের মাঝে করোনা ভাইরাস মোকাবেলায় নিরাপত্তা সামগ্রী প্রদান কার হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন এসব নিরাপত্তা সামগ্রী পুলিশ সদস্যদের হাতে তুলে দেন। নিরাপত্তা সামগ্রীর মধ্যে একটি ফেস শেইল্ড, একটি চশমা ও পাঁচটি সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়।
এ সময় পুলিশ সদস্যদেরকে করোনা প্রতিরোধে অনুসরণীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে ব্রিফিং দেওয়া হয়। পুলিশ সদস্যদের মানসম্মত পুষ্টিকর খাদ্য গ্রহণের বিষয়টিও এ সময় নিশ্চিত করা হয়।