রাজধানীর মহাখালীতে ১৯৬৮ সালের ৭ মে প্রতিষ্ঠিত হয়েছিল জিন্নাহ কলেজ। মুক্তিযুদ্ধ শুরু হলে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী ভেঙে ফেলেছিল কলেজটির সাইনবোর্ড। এরপর ওই কলেজের নতুন নাম দেওয়া হয় তিতুমীর কলেজ। হাঁটি হাঁটি পা পা করে কলেজটি পূর্ণ করেছে ৫২ বছর।
বর্তমানে কলেজের শিক্ষার্থী সংখ্যা প্রায় ৬০ হাজার। শিক্ষক রয়েছেন প্রায় ৩০০। বর্তমানে ১২টি বিদ্যালয় সমান মাস্টার্স কোর্স চালু রয়েছে। ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি তিতুমীর কলেজসহ রাজধানীর সাত সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত করা হয়।